আল হাদীস এ কুদসি
এই হাদিসটা লিখে রাখুনহৃদয়ে ' হতাশায়' কাজে আসবে 'ইনশাআল্লাহ্'।র
াসূলুল্লাহ (সাঃ) বলেছেন-সুমহান আল্লাহ বলেছেন,“হে আদম সন্তান!
যতক্ষন পর্যন্ততুমি আমাকে ডাকতে থাকএবং আমার
আশা পোষণকরতে থাক
সে পর্যন্তআমি তোমাকে মার্জনা করতে থাকি,তোমার যত পাপই হোক
না কেন। আর আমি কোন ভয়করি না। হে আদম সন্তান!
যদি তোমারপাপরাশি আসমান পর্যন্তওপৌছে, তারপর
তুমি আমারকাছে মাফ চাও,
আমি তোমাকে মাফকরে দিইএবং আমি কাউকে গ্রাহ্যকরি না।”“হে আদম
সন্তান!যদি তুমি আমার কাছে পৃথিবী পরিমাণ পাপনিয়ে আস আর আমার
কোনঅংশী স্থির না করে আমারসাথে সাক্ষাত কর,
নিশ্চয়ইআমি সে পরিমাণক্ষমা নিয়ে তোমার কাছে আসব।”( তিরমিযী,
তিবরানী ওবায়হাকী)
No comments