যে স ম্স্ত কাজ ক র লে ফেরাশ তাগ ন মানুসের জ্ন্ন্য দোয়া ক রে
যে সমস্ত কাজ করলে ফেরেশতাগন
মানুষের জন্য দোয়া করেন
১) মানুষকে দ্বীনের শিক্ষা দান
করা।
২)জামায়াতের ১ম
কাতারে সালাত আদায় করা।
৩) কাতারের ডান দিকে সালাত
আদায় করা।
৪)কাতারের
সাথে মিলে ফাঁকা জায়গা পুরন
করা।
৫) নামাজের
স্থানে বসে নামাজের জন্য
অপেক্ষা করা।
৬) রোযার রাখার জন্য
সেহরি খাওয়া।
৭) রোগীর সেবা যত্ন করা।
৮)রাসুল (সাঃ) এর উপর দুরুদ পেশ করা।
হে আল্লাহ্ আমাদেরকে এই আমল গুলু
করার
তৌফিক দাও।।। আমিন
No comments