হাদীসে কুদ্সী
আনাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্তা‘আলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণপর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমারকাছে (ক্ষমা) প্রত্যাশা করবে, তুমি যা-ই প্রকাশহোক না কেনো আমি তা ক্ষমা করে দিবো আরআমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান,তোমার গোনাহ্ যদি আকাশ সমান হয়ে যায় আরতুমি আমার কাছে ক্ষমা চাও,তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিবো। হে আদমসন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গোনাহ্নিয়ে আমার কাছে আসো এবং আমারসঙ্গে কোনো কিছুকে শরীক না করে সাক্ষাত করো,তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমারসঙ্গে সাক্ষাত করবো।[তিরমিযী]
No comments