
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেন:“সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর ছায়ায়আশ্রয় দেবেন,যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না।তারা হলো:(১)ন্যায়পরায়ন শাসক,(২)যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে,(৩)যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে,(৪)এমন দুজন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালবাসা স্থাপন করেছে;এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়,(৫) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে;আমি আল্লাহকে ভয় করি, (৬) এমন ব্যক্তি যে এত গোপনের দান-সদকা করেছে যে, তার ডান হাতযা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি যে, ডান হাত কি দান করেছে,(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু’চোখ বয়ে পানি পড়েছে।”[বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১]
No comments