আল হাদীস
আবদুল্লাহ ইবনুূু ইউসুফ (রহঃ)আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, হারিসইবনুূু হিশাম (রাঃ) রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞাসা করলেন,ইয়া রাসুলুল্লাহ! আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেনঃ কোন সময় তা ঘন্টাধ্বনিরন্যায় আমার নিকট আসে। আর এটি-ইআমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়এবং তা সমাপ্ত হতেই ফিরিশতা যা বলেন আমি তা মুখস্থকরে নিই, আবারকখনো ফিরিশতা মানুষেরআকৃতিতে আমার সঙ্গে কথা বলেন।তিনি যা বলেন আমি তা মুখস্থকরে ফেলি। আয়িশা (রাঃ) বলেন, আমি প্রচন্ড শীতেরদিনে ওহী নাযিলরত অবস্থায়তাঁকে দেখেছি। ওহী শেষ হলেই তাঁরকপাল থেকে ঘাম ঝরে পড়ত।
No comments