ইমানের সাদ্ধ
ঈমানের স্বাদ।আনাস (রাঃ) হতে বর্ণিত।নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেনঃ এমন তিনটি গুণ যারমধ্যে আছে সে ঈমানের স্বাদ পেয়েছেঃ১। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট অন্যসকল কিছু থেকে সর্বাধিক প্রিয়হওয়া;২। শুধুমাত্র আল্লাহ্র জন্যইকাউকে ভালোবাসা।৩। কুফুরিরদিকে ফিরে যাওয়া অগ্নিকুন্ডেনিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা।{(২১, ৬০৪১, ৬৯৪১; মুসলিম১/১৫ হাঃ ৪৩, আহমাদ ১২০০২)তাওহীদ পাবলিকেশনগ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)হাদিস নাম্বারঃ ১৬(আঃপ্রঃ ১৫, ইফাঃ১৫)হাদিসের মানঃ সহিহ (Sahih)}
No comments