আল হাদীস
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বনী ইসরাঈলরা উলংগ হয়ে গোসল করত ও একে অপরের লজ্জা স্হান দেখত। মূসা (আলাইহি ওয়াসাল্লাম) একাকী গোসল করতেন। লোকেরা বলত, মূসা আমাদের সাথে গোসল করে না। কারণ তার অণ্ডকোষে রোগ আছে। রাবী বলেনঃ একবার মূসা (আলাইহি ওয়াসাল্লাম) পাথরের উপর কাপড় রেখে গোসল করেছিলেন। তখন পাথরটি তাঁর কাপড় চোপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা (আলাইহি ওয়াসাল্লাম)-ও ‘পাথর আমার কাপড় দে’, ‘পাথর আমার কাপড় দে’ বলে পাথরটির পিছু পিছু দৌড়াতে লাগলেন, এতে বনী ইসরাঈল তাঁর গোপনাঙ্গ দেখে ফেলল এবংবলল, আল্লাহর কসম! মূসার তো কোন রোগ নেই! এরপর পাথরটি থেমে গেলো, যখন ভালোভাবে তা দৃষ্টিগোচর হলো। রাবী বলেনঃ অতঃপর মূসা (আলাইহি ওয়াসাল্লাম) কাপড় নিলেন এবং পাথরটিকে মারতে আরম্ভ করলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ আল্লাহর শপথ! এ পাথরটির গায়ে মূসা (আলাইহি ওয়াসাল্লাম)-এরমারের ছয় কি সাতটি দাগ হয়েছে।গ্রন্থঃ সহীহ মুসলিমঅধ্যায়ঃ ৪৪/ ফযীলতহাদিস নাম্বারঃ ৫৯৩৩।
No comments