ফরজ সালাতের পর রাতের সালাত
ফরয সালাতের পর রাতের সালাত সর্বোত্তম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ‘মারফূ’ হাদিসে এসেছে: “রমযানের পর সর্বোত্তম সিয়াম মুহররম মাসের সিয়াম এবংফরয সালাতের পর সর্বোত্তম সালাত রাতের সালাত”। [মুসলিম: ১১৬৩]
আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের দিকে আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। (সূরা আলে ইমরান, আয়াত ১০৪)
No comments